আলোকিত হলো নড়াইলের ৩ গ্রাম


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১২ আগস্ট ২০১৫

নড়াইলের কালিয়া উপজেলার দাস-নাওরা, বাহিরডাঙ্গা ও হাড়িডাঙ্গা গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পল্লীবিদ্যুৎ-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।

এসময় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওসি, কালিয়া পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম সিফাত উল্লাহ প্রমুখ।

যশোর পল্লীবিদ্যুৎ-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান জাগো নিউজকে জানান, জেলার কালিয়া উপজেলার দাস-নাওরা, বাহিরডাঙ্গা ও হাড়িডাঙ্গা গ্রামের ৯৫টি পরিবারকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে।

যেসব জায়গায় বিদ্যুৎ এখনো পৌঁছায়নি আগামীতে সেখানে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবারকে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

হাফিজুল নিলু/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।