টেন্ডার গেল সরকারদলীয়দের দখলে


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১২ আগস্ট ২০১৫

কুমিল্লায় বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) ছয় কোটি টাকার টেন্ডার ভাগ-বাটোয়ারা করে নিয়েছে সরকারদলীয় ঠিকাদারের একটি চক্র। বুধবার কুমিল্লা জাঙ্গালিয়াস্থ অফিসে এ ঘটনা ঘটে।

এসময় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দরপত্র জমা দিতে আসা বিভিন্ন কোম্পানির লোকজনকে বাঁধা ও হুমকির মুখে অফিসে প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএডিসি কুমিল্লা অফিসের একটি সূত্র জানায়, বিএডিসি পূর্বাঞ্চলীয় সমন্বিত সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের (পূসসেএউপ্র) অধীনে সেচের বিভিন্ন মালামাল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। ১১ আগস্ট ছিল দরপত্র বিক্রির শেষ তারিখ এবং ১২ আগস্ট বুধবার দরপত্র জমাদানের শেষ দিন ছিল। বিজ্ঞপ্তিতে প্রকৃত পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দরপত্র জমা দিতে আহ্বান করা হয়। কিন্তু সরকার দলীয় স্থানীয় ঠিকাদারদের একটি চক্র সকাল থেকেই অফিসের প্রধান ফটকের নিয়ন্ত্রণ নেয়।

 ঢাকা থেকে আসা কয়েকজন ঠিকাদার জাগো নিউজকে জানান, সরকার দলীয় লোকজনের বাঁধা ও হুমকির কারণে তারা প্রকৃত পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান হলেও দরপত্র জমা দিতে পারেননি। স্থানীয় ওই চক্র সমঝোতার ভিত্তিতে চারটি ছোট প্রতিষ্ঠানের নামে দরপত্র জমা দিয়েছে বলে জানা গেছে।  

তবে বিএডিসি (পূসসেএউপ্র) কুমিল্লার প্রকল্প পরিচালক মাহবুব মুনীর জাগো নিউজকে জানান, দরপত্র জমাদানে বাঁধা দেয়ার অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  
 
মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।