বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলে সোনার বাংলা সম্ভব


প্রকাশিত: ০২:৫১ পিএম, ১২ আগস্ট ২০১৫

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, আসলে, বঙ্গবন্ধু যে আদর্শ ও দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সে আদর্শ ও দৃষ্টান্ত অনুসরণ করলেই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক কোর্সের ওপর কলেজ শিক্ষকদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময়ে মুক্তিযুদ্ধের পরাজিত দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা কার্যত মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিলো।

১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘঠিত না হলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বহু আগেই আমরা উন্নত দেশে পরিণত হতাম। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও ঘাতক-খুনি চক্র তার আদর্শকে যে হত্যা করতে পারেননি, তা আজ প্রমাণিত।
 
কর্মশালার একই দিনে `শিখন পদ্ধতি` এর উপর বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।