জাপানে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
জাপানের ওকিনাওয়া দ্বীপে বুধবার একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। এছাড়া ১৭ বৈমানিককে উদ্ধার করা হয়েছে।
জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওকিনাওয়া দ্বীপের চওয়াব ক্যাম্পে মার্কিন সামরিক ঘাঁটির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ছে।
তবে হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইউএইচ-৬০ ব্লাক হক হেলিকপ্টারটি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধে মোতায়েন করেছিল।
এসঅাইএস/এমআরআই