ভারতে আবারও ধসে পড়ল ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আবারও ভারতে ব্রিজধসের ঘটনা ঘটলো। পোস্তা, শিলিগুড়ির পর এবার ব্রিজ ধসের ঘটনা ঘটল কলকাতার কাছাকাছি কাকদ্বীপ এলাকায়। নির্মান কাজ চলাকালীন সময়ই হুড়মুড় করে ভেঙে পড়েছে ব্রিজটি।

সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণার কালনাগিনী খালের উপর স্টিমার ঘাটের কাছে ব্রিজটি তৈরি করা হচ্ছিল। নির্মাণাধীন ব্রিজটি আচমকাই ভেঙে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে ব্রিজটিতে ফাটল ধরা পড়েছিল। প্রশাসনকে সে কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। নির্মাণাধীন ব্রিজটি ধসে পড়ায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

পোস্তা এবং শিলিগুড়িতেও একই ভাবে নির্মাণাধীন ব্রিজ ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল অনেকের। আর সম্প্রতি মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।