নৈশভোজে দেখা হবে ট্রাম্প-আবের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ট্রাম্প টাওয়ারে দেখা হবে তার। সেখানে একটি নৈশভোজেরও আয়োজন থাকছে। দলনেতা হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার দিন কয়েকের মধ্যে ট্রাম্প টাওয়ারের এ আয়োজনে উপস্থিত থাকবেন আবে।

ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, নৈশভোজের জন্য ট্রাম্প টাওয়ারে আসছেন প্রধানমন্ত্রী (আবে), কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কয়েকদিন আগেই জাপানে তিনি বড় জয় পেয়েছেন। মার্কিনীদের পক্ষ থেকে এ কারণে আমি তাকে অভিনন্দন জানাবো।

গেল বৃহস্পতিবার দলনেতা হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন আবে। তবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে আশা করা হচ্ছে।

এরআগে আরেকটি টুইটে ট্রাম্প লিখেছিলেন, আবের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা হবে। জাপানের জন্য আমরা অনেক করেছি। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে আমাদের আরও প্রত্যাশা রয়েছে।

জাপানসহ অন্য কয়েকটি দেশ থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হবে বলে ট্রাম্পের দেয়া হুমকির মধ্যেই এগিয়ে যাচ্ছে ট্রাম্প-আবে বৈঠকের সম্ভাবনা।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের এক ফাঁকে ট্রাম্পের সঙ্গে আবের একটি বৈঠক হতে পারে।

সূত্র : দ্য হিল।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।