কুকুরের সঙ্গে লড়াই, লেজ গুটিয়ে পালাল চিতা (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮

চিতাবাঘ বেশ বিপজ্জনক বলেই সবাই জানে। ঘন বনের মধ্যে চিতার আক্রমণ যে কী সাংঘাতিক হতে পারে অনুমান করতে পারেন অনেকেই। দ্রুতগতির এই প্রাণীই যদি কখনও দেখেন লেজ গুটিয়ে পালাতে? তাও আবার কুকুরের তাড়া খেয়ে? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিচের ভিডিওটি দেখুন। চিতাবাঘের মুখে পড়েও কীভাবে নিজের প্রাণ বাঁচিয়েছে একটি কুকুর।

কোনো রকম মারামারিতে না গিয়ে স্রেফ নিজের বুদ্ধি দিয়েই প্রাণ বাঁচিয়েছে ওই কুকুরটি। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের ঝালনা সাফারি পার্কে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ রাস্তায় শুয়ে আছে একটি কুকুর। হঠাৎ জঙ্গল থেকে লাফ দিয়ে তার সামনে এসে পড়ে একটি ক্ষুধার্ত চিতাবাঘ। এই দেখেই দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার শুরু করে কুকুরটি। হতভম্ভ হয়ে যায় চিতাটি।

চিৎকার করতেই থাকে কুকুরটি। কিছুক্ষণ পরে জঙ্গলে পালায় চিতা। খানিকক্ষণ উঁকি মেরে পরিস্থিতি বোঝারও চেষ্টা করে। কিন্তু তখনও চিৎকার করতেই থাকে কুকুরটি। শেষমেশ পালায় ওই চিতাবাঘ।

এই ভিডিওটি ধারণ করেছেন এক পর্যটক। ‘ওয়াইল্ডারনেস অব ইন্ডিয়া’ গ্রুপ এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছে। এখন পর্যন্ত এই ভিডিওটি ২১ লাখ মানুষ দেখেছে।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।