কারিগরি ত্রুটির পরও ডিএসইতে বাড়লো সূচক ও লেনদেন


প্রকাশিত: ১১:২০ এএম, ১২ আগস্ট ২০১৫

কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিঘ্ন ঘটার পরও সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে দিনশেষে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। এর আগে টানা চার কার্যদিবস দরপতন হয়েছে পুঁজিবাজারে।

এদিকে কারিগরি ত্রুটির কারণে বুধবার ১২ আগস্ট দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সঠিক সময়ে শুরু করতে পারেনি। ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪০ মিনিট পর অর্থাৎ বেলা ১২টা ১০ মিনিটে চালু হয়ে তা চলে বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত।

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জাগো নিউজকে জানান, কারিগরি ত্রুটির কারণে যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি। কারিগরি ত্রুটি সমাধানে ডিএসইর আইটি বিভাগ কাজ করে। পরে ত্রুটিমুক্ত হলে বেলা ১২টা ১০ মিনিটে ডিএসইতে লেনদেন চালু হয়।

এর আগে কারিগরি ত্রুটির কারণে চলতি বছরের ২৪ ও ২৫ মে ডিএসইতে লেনদেনে বিঘ্ন ঘটেছিল।

তবে, সিএসই সূত্রে জানা গেছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথাসময়ে শুরু ও শেষ  হয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার  ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর  মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে চার হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিন অর্থাৎ মঙ্গলবারের চেয়ে ৬৯ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৪৬ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ পয়েন্ট, সিএসই৩০ সূচক ১২৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪০৮ পয়েন্টে এবং সিএএসপিআই ১২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৪৭ লাখ টাকার।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।