মালয়েশিয়ায় ব্যাপক ধর-পাকড়, ৫৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

মালয়েশিয়ার সাইবারজায়া শহরে দেশটির অভিবাসন কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩৩৮ শ্রমিককে আটক করেছে। এর মধ্যে ৫৫ বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের মহা-পরিচালক মুস্তফার আলী বলেন, আটককৃতদের মধ্যে ৫৫ বাংলাদেশি, ইন্দোনেশিয়ার ১৭২ নারী ও ৩৬ জন পুরুষ, নেপালের ৪৭ জন পুরুষ ও মিয়ানমারের ২৫ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

“আমরা সাইবারজায়ায় ২ হাজার ২৩০ জনকে যাচাই-বাছাই করেছি এবং ৩৩৮ বিদেশিকে আটক করেছি।”

মুস্তফার বলেন, এদের অধিকাংশকে আটক করা হয়েছে বিভিন্ন কোম্পানির অস্থায়ী ওয়ার্ক পার্কমিট নিয়ে কাজ করার দায়ে। প্রাথমিক তদন্তে দেখা গেছে কিছু কিছু কোম্পানি বিদেশি শ্রমিকদের সরবরাহ করেছে এক কোম্পানিতে কিন্তু তারা অন্য কোম্পানি কাজ করছে।

বিদেশি কর্মীদের নিয়োগের মাধ্যমে এভাবে নিয়োগদাতা ও কোম্পানির মালিকরা প্রকাশ্যে অভিবাসন আইন ও বিধি-বিধানের লঙ্ঘন করেছেন।

তিনি বলেন, আটককৃতদের বুকিত জলিল অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।