সখীপুরে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে অনশন


প্রকাশিত: ১০:১৬ এএম, ১২ আগস্ট ২০১৫

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী রাজ্জাক মাহমুদ (৩০) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে উপজেলা শহরের তালতলা এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে প্রায় এক হাজার লোক অংশগ্রহণ করে।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বাসাইল-সখীপুর আসনের সাংসদ অনুপম শাহজাহান জয়, বনিক সমিতির সভাপতি তাহেরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
/

এসময় বক্তারা আগামী ৭দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হরতালের মতোও কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি করে দেন তারা।

উল্লেখ্য, গত ১৪ জুলাই দুপুরে সখীপুরের ফাহিম সুপার মার্কেটে ব্যবসায়ী রাজ্জাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজ্জাক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছুল আলমের ছেলে। এই ঘটনার পরদিন ৪ জনকে আসামি করে নিহতের মা রাজিয়া আক্তার বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।