পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান কারাগারে


প্রকাশিত: ১০:০০ এএম, ১২ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে নাশকতা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জয়পুরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক আব্দুল্লাহ আল আমীন ভূঁইয়া জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, মোস্তাফিজুর রহমান একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

মেয়াদ শেষে আজ (বুধবার) জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর না করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।