তুষ্টির মামলা কোর্ট মার্শালে নেওয়া স্থগিত


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১২ আগস্ট ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান তুষ্টির ওপর নির্যাতনের ঘটনায় স্বামী মেজর নাজির উদ্দিনের বিচার কোর্ট মার্শালে করার জন্য নথি চেয়ে সেনাবাহিনীর দেয়া চিঠির কার্যাক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নারী নির্যাতন আইনে করা অভিযোগের বিচার কোর্ট মার্শালে চলতে পারে কি না, এমন প্রশ্ন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।

বুধবার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের সঙ্গে নারী ও শিশু নির্যাতন আদালতের নথি হস্তান্তরের জন্য পাঠানো সেনাবাহিনীর চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রতিরক্ষা সচিব, আইন সচিব, এরিয়া কামান্ডার, সেনা প্রধান, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং সেনা দফতরের জজ অ্যাডভোকেট জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাসরিন আক্তার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী তুষ্টিকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে ২ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা হয়।

জানতে চাইলে ব্যারিস্টার অনীক আর হক জাগো নিউজকে বলেন, টাঙ্গাইলে এ মামলার বিচার কাজ চলা অবস্থায় সেনা সদর দফতরের এরিয়া কমান্ডার (লজিস্টিকস) মেজর জেনারেল মিজানুর রহমান খান গত ১১ মে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয় কোর্ট মার্শালে নাজির উদ্দিনের বিচার করতে মামলার নথির প্রয়োজন।

তিনি জানান, এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করেই ১০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন তুষ্টির বাবা নূরুল ইসলাম। আবেদনে বলা হয়, বিশেষ আইনে করা কোনো অপরাধের বিচার কেবল ওই বিশেষ আইনেই হবে। সাধারণ আইনে মামলা হলে কোর্ট মার্শালে বিচার হতে পারতো।

অনীক আর হক বলেন, আদালত এ বিষয়ে একটি রুল জারি করেছেন। মামলাটি কোথায় চলবে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিচালনার উপর স্থগিতাদেশ দিয়েছেন । সেই সঙ্গে চিঠির কার্যকারিতারও স্থগিত করেছেন আদালত।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।