নেসলের বিরুদ্ধে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলা


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১২ আগস্ট ২০১৫

বহুজাতিক কোম্পানি নেসলের বিরুদ্ধে দশ কোটি ডলার ক্ষতিপূরণ দাবিতে মামলা দায়ের করেছে ভারত সরকার। ভারতে বাজারজাত করা নেসলের তৈরি ম্যাগি নুডলসে ক্ষতিকর মাত্রায় সীসা পাওয়ার পর দেশটির সরকার এ মামলা দায়ের করলো।

বুধবার দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ম্যাগি নুডলস নিয়ে অব্যাহত উদ্বেগ এবং বিতর্কের মধ্যে নেসলে গত জুন মাসে ভারতের বাজার থেকে এটি প্রত্যাহার করে নেয়। এর আগে এই নুডলসে অতিরিক্ত পরিমাণ সীসা পাওয়া যায়।

কিন্তু নেসলে বরাবরাই এটি অস্বীকার করে আসছে। তারা বলছে, তাদের এই পণ্যে কোনো ভেজাল নেই।

ভারতের বাজার থেকে ইতোমধ্যে ৪শ মেট্রিক টন ম্যাগি নুডলস ধ্বংস করা হয়েছে।

দিল্লিতে ভারতের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ পাননি।

এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।