ই-মেইলের কপি হস্তান্তর করলেন হিলারি


প্রকাশিত: ০৯:২১ এএম, ১২ আগস্ট ২০১৫

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার মেয়াদে থাকাকালীন পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের সব কপি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে হস্তান্তর করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার কারণে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েন হিলারি। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে নাম রয়েছে তার।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ব্যক্তিগত ই-মেইল সার্ভারও এফবিআই সদস্যদের কাছে হস্তান্তর করতে স্টাফদের নির্দেশ দিয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যে বেশ কিছু ই-মেইলের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরবরাহ করেছেন।
হিলারির এসব ই-মেইল পর্যালোচনার পর তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হিলারি ক্লিনটনের সার্ভার থেকে কোনো গোপনীয় তথ্য গ্রহণ কিংবা পাঠানো হয়েছে কিনা সম্প্রতি তা খতিয়ে দেখা শুরু করেছে এফবিআই। কিন্তু সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে তিনি কোনো আইন অমান্য করেননি। রাষ্ট্রীয় কোনো গোপন তথ্যও ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে পাঠাননি।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই ফার্স্ট লেডি। ওই সময় হিলারির সার্ভার থেকে পাঠানো কয়েকটি ই-মেইলে গোপন তথ্য পাওয়ার অভিযোগের পর তিনি এফবিআইয়ের কাছে ই-মেইলের অনুলিপি হস্তান্তর করলেন।

এসঅাইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।