উত্তর প্রদেশে অজানা জ্বরে ৭৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

উত্তর প্রদেশে অজানা জ্বরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশে এই জ্বরে আক্রান্ত হয়ে গত ছয় সপ্তাহে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বুধবার সরকারি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সারা রাজ্যে মেডিক্যাল টিমকেও সতর্ক করা হয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, বরেলিতে ২৪, বদায়ুঁতে ২৩, হরদইতে ১২, সীতাপুরে ৮, বাহরাইচে ৬, পিলিভিটে ৪ এবং শাহজাহানপুরে ২ জনের মৃত্যু হয়েছে এই অজানা জ্বরে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। কীভাবে এই সমস্যার মোকাবেলা করা যেতে পারে তা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিত্সকরা আলোচনায় বসেছেন।

উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বরেলিতে গিয়ে পুরো পরিস্থিতি সরেজমিনে দেখার পর জানান, জ্বরে যে কয়েজনের মৃত্যু হয়েছে তা ডেথ অডিট করে দেখা হবে। চিকিত্সকদের মোট তিনটি দল তৈরি করেছে যোগী সরকার।

বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ওষুধও পৌঁছে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কেরালায় বন্যা থামার পর ইদুর জ্বরের প্রকোপ দেখা দেয় এবং বহু মানুষ এই রোগে মারা গেছেন। উত্তরপ্রদেশেও বন্যা পরবর্তী পরিস্থিতিতে এ ধরনের রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।