লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১২ আগস্ট ২০১৫

আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল থিন্নি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সাক্ষাতকার দেয়ার সময় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

দেশটিতে থিন্নি সরকারের মন্ত্রিসভা নিয়ে ব্যাপক সমালোচনার পর তিনি এ ঘোষণা দিলেন। সাক্ষাতকারে আব্দুল্লাহ আল থিন্নি বলেন, আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আগামী রোববার পার্লামেন্টে আমার পদত্যাগ পত্র জমা দেবো।’

এদিকে থিন্নির মুখপাত্র হাতেম আল আরাবি তার (প্রধানমন্ত্রীর) পদত্যাগের কথা অস্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নি।

মঙ্গলবার লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দলগুলো একটি ঐকমত্যের সরকার গঠনের লক্ষে জেনেভায় জাতিসংঘের সহযোগিতায় নতুন করে শান্তি আলোচনা শুরু করেছে। এদিকে গতমাসে একটি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ত্রিপোলি সংসদের সদস্যরা এতে অংশ নিচ্ছে।
 
ইসলামি মিলিশিয়াদের একটি জোট গত বছর রাজধানী দখল করে। এরপর থেকে আব্দুল্লাহ অাল থিন্নি নেতৃত্বাধীন সরকার দেশটির পূর্বাঞ্চলীয় শহর তোবরুক থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু দেশজুড়ে থিন্নি সরকারের মন্ত্রিসভার ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনার পর তিনি এ পদত্যাগের ঘোষণা দিলেন।

এসঅাইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।