রাবি শিক্ষক সমিতির শোক র‌্যালি


প্রকাশিত: ০৮:২২ এএম, ১২ আগস্ট ২০১৫

জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে শোক র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। বুধবার বেলা সাড়ে ১১ টায় সিনেট ভবন চত্বর থেকে ‘যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরি, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ স্লোগানে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোবার্রকা সিদ্দিকা প্রমুখ।

র‌্যালিতে বঙ্গবন্ধু স্মরণে শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আদর্শ। আমরা যতদিন তার আদর্শ অনুসরণ করে চলবো ততদিন পথ হারাবো না।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সকাল ৮ টায় জুবেরী ভবনের সামনে থেকে শোক র‌্যালি করবে শিক্ষক সমিতি। ওই দিন সন্ধ্যার পর জুবেরী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।