গোবরের সাবান, গোমূত্রের শ্যাম্পু আনছে আরএসএস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

ভারতের বাজারে খুব শিগগিরই আসতে চলেছে গোবরের সাবান আর গোমূত্রের শ্যাম্পু। অল্প কিছুদিনের মধ্যে অ্যামাজন.কমে পাওয়া যাবে পণ্যগুলো।

দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) পরিচালিত ফার্মেসি সংস্থা দীন দয়াল ধাম এসব পণ্য বাজারে আনছে।

দীন দয়াল ধামে মিলবে আরও ৩০ রকমের পণ্য। আরও পাওয়া যাবে ভেষজ প্রসাধনী ও চিকিৎসাপণ্য।

দীন দয়াল ধামের প্রধান কর্তা রাজেন্দ্র জানান, বিভিন্নজনের চাহিদার কথা মাথায় রেখেই এসব পণ্য প্রস্তুত করা হচ্ছে।

গোমূত্রের তৈরি জিনিসের চাহিদা ক্রমেই আরও বাড়বে বলে আশাবাদী তিনি।

আরএসএস নেতা অরুণ কুমার জানান, স্থানীয়দের স্বনির্ভর করতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা।

এই সংস্থার পণ্যের দাম ১০ টাকা থেকে শুরু করে ২৩০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।