১৯ খ্রীষ্টানকে ছেড়ে দিয়েছে আইএস
সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রাম থেকে অপহরণ করা ১৯ খ্রীষ্টানকে ছেড়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি বছরের শুরুর দিকে কুর্দির কয়েকটি গ্রামে হামলা চালিয়ে দুই শতাধিক অ্যাসিরীয় খ্রীষ্টানকে অপহরণ করেছিল আইএস জঙ্গিরা।
মঙ্গলবার সিরিয়ার একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএস জঙ্গিদের হাতে আরো কতজন খ্রীষ্টান জিম্মি রয়েছেন তা জানা যায়নি। তবে এখনও দেড় শতাধিক খ্রীষ্টানকে আইএস আটকে রেখেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থার পরিচালক রামি আবদুল রহমান।
এসঅাইএস/এমএস