দর্শকদের ভালোবাসাই সালমানের জাতীয় পুরস্কার


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১২ আগস্ট ২০১৫

বজরঙ্গি ভাইজান হতে যাচ্ছে বছরের সেরা ছবি। তুমুল ব্যবসায়িক সাফল্যে সালমান খানের বৃহস্পতি এখন তুঙ্গে। ছবিতে সালমানের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। মুগ্ধ হয়েছেন খোদ নিজের নায়িকা কারিনা কাপুরও।

সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’র অভিনেত্রী কারিনা এক সাক্ষাৎকারে সেই মুগ্ধতা প্রকাশ করে বলেছিলেন, এই ছবিতে অভিনয় দক্ষতার জন্য সালমানের জাতীয় পুরস্কার পাওয়া উচিত।

কারিনার এই মন্তব্য সম্পর্কে সালমান সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় পুরস্কার পাওয়া সবার কাছেই দারুণ অভিজ্ঞতা। অনেকেই বজরঙ্গি ভাইজান ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের কথা বলছেন। শুনতে বেশ ভালো লাগছে। আমি মনে করি, আরও অনেকেই রয়েছেন যারা আমার থেকেও জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য। দর্শকরা এই ছবি দেখে পছন্দ করেছেন। তিন-চারবার করে দেখেছেন, এটাই আমার কাছে জাতীয় পুরস্কার।’

‘বজরঙ্গি ভাইজান’র সাফল্যে উচ্ছ্বসিত সালমান। তিনি বলেছেন, ‘ভারত-পাকিস্তান নিয়ে ছবি মানেই সন্ত্রাসবাদ-সেনাবাহিনী। কিন্তু দুই দেশের মানুষেরই যে একটা সাধারণ অনুভূতি রয়েছে তা কখনও দেখানো হয়নি। কখনও মানবিকতাকে প্রাধাণ্য করে দুই দেশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়নি। এখানে তাই-ই করা হয়েছে। আর দর্শকরা তা পছন্দ করেছেন। আমি আনন্দিত।’

সালমান আরও বলেছেন, বলিউড ইন্ডাস্ট্রিও সমস্বরে সিনেমাটির প্রশংসা করেছে। জনপ্রিয়তা ছাড়াও সিনেমাটি ভালো বিষয়বস্তুর জন্য প্রশংসা আদায় করে নিয়েছে। এটা বিরাট পাওয়া।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।