টস জিতে ব্যাট করছে শ্রীলংকা


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১২ আগস্ট ২০১৫

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন লংকান গ্রেট সাঙ্গাকারা। তাই এ ব্যাটসম্যানকে স্মরণীয় বিদায় জানাতে দৃঢ়প্রতিজ্ঞ লংকান শিবির।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬৫ রান। ম্যাথিউজ ২৬ আর চন্ডিমাল ৫ রান নিয়ে ব্যাট করছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কুমার সাঙ্গাকারা। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকেও বিদায় জানিয়েছেন তিনি। আর আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্ট খেলেই টেস্টকে বিদায় জানানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি ঘটাবেন সাঙ্গা।

টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুমার সাঙ্গাকারা। ১৩২ টেস্টে ৫৮.০৪ গড়ে ১২ হাজার ৩০৫ রান করেন তিনি। টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। টেস্টে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাঙ্গা। উইকেটের পেছনে ১৫১টি ডিসমিসাল করেন তিনি। এছাড়া খেলোয়াড় হিসেবে ৫১টি ক্যাচ লুফে নেন এই লংকান গ্রেট।

শ্রীলংকা: কুশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), দিনেশ চন্ডিমাল, জেহান মুবারক, ধামিকা প্রসাদ, থারিন্দু কুশল, রঙ্গনা হেরাথ, নুয়ান প্রদীপ।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হরভজন সিং, রবিচন্দ্র অশ্বিন, শিখর ধাওয়ান, অমিত মিশ্র, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।