এশিয়ান টাইগারের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৫:০১ এএম, ১২ আগস্ট ২০১৫

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ এবং আড়াই শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর । সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬২ পয়সা।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।