অস্ট্রেলিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ায় বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। মঙ্গলবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় বাসটির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

দেশের দক্ষিণাঞ্চলীয় স্টিরিয়া প্রদেশের পুলিশের এক মুখপাত্র বলেন, আহত ১১ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ওই মুখপাত্র জানান, মঙ্গলবার সকালে ট্রেনটি ওয়েজালসডর্ফ অঞ্চলের সিটি সেন্টারের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক। তার বয়স ৩৪ বছর।

দেশটির ন্যাশনাল রেল কোম্পানি (ওবিবি) জানিয়েছে ট্রেনটি তাদের বহরের অংশ নয়। এছাড়া শহরের স্থানীয় রেল কর্তৃপক্ষ এবং বাস পরিচালনাকারীদের পক্ষ থেকে তাৎক্ষনিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।