চীনে অশ্লীলতা ও সহিংসতার অভিযোগে ১২০ গান নিষিদ্ধ


প্রকাশিত: ০৩:২১ এএম, ১২ আগস্ট ২০১৫

চীনে যৌন আবেদনময়, সহিংসতা ও আইন ভাঙার প্ররোচনার অভিযোগে ইন্টারনেট থেকে ১২০টি গান তুলে নেয়ার নির্দেশ দিয়েছে। গানগুরোর মধ্যে রয়েছে, ‘ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল’ ও ‘অল মাস্ট ডাই’।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হয়েছে, এসব গান অশ্লীলতা, সহিংসতা, অপরাধ বা সামাজিক নৈতিকতার জন্য ক্ষতিকর হওয়ায় কোন ব্যক্তি বা সংগঠন গানগুলো বাজাতে পারবে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কালো তালিকাভুক্ত বেশিরভাগ গান অজ্ঞাতপরিচয় শিল্লী বা ব্যান্ডের গাওয়া। এছাড়া বিবৃতিতে ‘নো মানি নো ফ্রেন্ড’ ও ‘সুইসাইড ডায়েরি’সহ নিষিদ্ধ গানগুলোর টাইটেল উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে ইন্টারনেট সংস্থাগুলোর স্বনিয়ন্ত্রণের জন্য টার্গেট নির্ধারণ করে দেয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, মিউজিক কোম্পানিগুলোকে তাদের পণ্য যথাযথভাবে সরিয়ে নেয়া উচিত, তাদের সেবার ব্যাপারে আরো সচেতন ও মানোন্নয়ন করা দরকার।

মন্ত্রণালয়ের নির্দেশনা কেউ অমান্য করলে আইন অনুযায়ী তাকে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারও দেয়া হয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।