এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছে কম বয়সী ভাইবোনের রেকর্ড


প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১১ আগস্ট ২০১৫

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছে নতুন রেকর্ড গড়লো পাঁচ বছর বয়সী কন্দর্প ও আট বছরের ঋত্বিকা। এই বয়সেই এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেল এই ভাইবোন। সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়লো ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের দুই ভাইবোন।

সোমবার বেস ক্যাম্পে পৌঁছায় তারা। যার উচ্চতা পাঁচ হাজার তিনশ` ৮০ মিটার। বাবা-মায়ের সঙ্গেই এই অভিযান তাদের, এমনটাই জানিয়েছেন থুপডেন শেরপা। পাশাপাশি, এটাও রেকর্ড যে পুরো পরিবার একসঙ্গে এই বেসক্যাম্পে পৌঁছেছে।

গোয়ালিয়রের লিটল অ্যাঞ্জেল হাইস্কুলের ছাত্র ও ছাত্রী এই দুই ভাইবোন। এর আগে ২০১৪ সালে ভারত থেকে পাঁচ বছর ১১ মাসের হর্ষিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছায়। ঋত্বিকা ও কন্দর্প গত ২ অাগস্ট অভিযান শুরু করে বাবা-মায়ের সঙ্গে।

বাবা ভূপেন্দ্র ও মা মমতার সঙ্গে তারা কালাপাথর শৃঙ্গেও পৌঁছেছে, যার উচ্চতা পাঁচ হাজার পাঁচশ` ৫৫ মিটার। আপাতত তারা নীচে নামছে। কাঠমাণ্ডুর দিকে রওনা হয়েছে এই পরিবার।

থুপডেন শেরপা জানান, নেপালের ভূমিকম্পে এভারেস্টের রাস্তার কোনো ক্ষতি হয়নি একথাটা বিশ্বকে জানাতেই এই অভিযান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।