ঝিনাইদহে আওয়ামী লীগের দু`গ্রুপের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ১০:২১ এএম, ০৮ অক্টোবর ২০১৪

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। শৈলকুপা উপজেলার রতনাট গ্রামে মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গ্রামের মৃত আইজুদ্দিন সরদারের ছেলে আলম সরদার (৪০)।  আহতদেরকে মাগুরা, শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে গ্রামটির অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মাখন গ্রুপের মধ্যে মঙ্গলবার রাত আটটার দিকে রতনাট গ্রামে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩১ জন আহত হয়। আহতদের মাগুরা, শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।