ম্যাগি বিতর্ক : নেসলের কাছে ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
ব্যবসায় অসাধু উপায় অবলম্বন, মিথ্যা লেবেল ব্যবহার ও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অপরাধে ম্যাগি প্রস্তুতকারী সুইস সংস্থা নেসলের ভারতীয় ইউনিট থেকে ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছে ভারত সরকার। আর্থিক জরিমানাসহ অন্যান্য ব্যবস্থাগ্রহণের দাবি নিয়ে নেসলের বিরুদ্ধে জাতীয় উপভোক্তা বিবাদ প্রতিকার কমিশনে (এনসিডিআরসি) অভিযোগ দায়ের করেছে দেশটির কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়।
জানা যায়, বস্তুত, এক গ্রাহকের দায়ের করা মামলাকে হাতিয়ার করে এনসিডিআরসি`র দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার। কিন্তু তার সঙ্গে কেন্দ্র নিজেও অভিযোগ দায়ের করেছে। এর জন্য উপভোক্তা সুরক্ষা আইনের অন্তর্গত ১২-১-ডি ধরাকে প্রথমবার ব্যবহার করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই ধারা অনুযায়ী, ভারতে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়রই ক্ষমতা রয়েছে অভিযোগ দায়ের করার।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ম্যাগি-ইস্যুতে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত ফাইলকে অনুমোদন দিয়ে সবুজ সংকেত দিয়েছিলেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান। এরপরই নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে এনসিডিআরসি-তে এ অভিযোগ দায়ের করা হয়।
নেসলের বিরুদ্ধে ব্যবসায় অসাধু উপায় অবলম্বন এবং বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি, নেসলের বিরুদ্ধে অভিযোগ, ম্যাগির নমুনায় প্রভূত পরিমাণে ক্ষতিকারক মোনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) মেলা সত্ত্বেও প্যাকেটে তা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ম্যাগির নমুনায় মাত্রাতিরিক্ত সীসা ও মোনোসোডিয়াম গ্লুটামেট মেলায় দেশজোড়া বিতর্কের পর বিপজ্জনক ও ক্ষতিকারক আখ্যা দিয়ে গত ৫ জুন ম্যাগি ন্যুডলস নিষিদ্ধ করে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। এরপর ম্যাগি ন্যুডলসের ৯ ধরনের পণ্যই বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরএস/এমআরআই