‘বৌদ্ধধর্মে আশ্রয় নিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে ধর্ষিত হলাম’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বৌদ্ধ মঠগুলোতে ধর্মগুরুরা যে যৌন নির্যাতন চালান, তা অজানা নয় বলে মন্তব্য করেছেন তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামা। ১৯৯০ দশক থেকে তিনি বৌদ্ধ ধর্মগুরুদের যৌন নির্যাতনের ব্যাপারে অবগত অাছেন বলে জানিয়েছেন।

নেদারল্যান্ডস সফররত তিব্বতের এই আধ্যাত্মিক নেতা বলেছেন, বৌদ্ধ ধর্মগুরুরা যৌন নিপীড়ন করেন। এ কথা আমার কাছে নতুন নয়। বহু বছর আগেই আমার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছিল।

ইউরোপ সফরে বেরিয়ে চার দিনের জন্য নেদারল্যান্ডস রয়েছেন দালাই লামা। সেখানে তিনি বৌদ্ধ ধর্মগুরুদের হাতে যৌন লাঞ্ছনার শিকার মানুষের সঙ্গে দেখা করেন।

এক অভিযোগকারী দালাই লামাকে বলেন, খোলা মন ও হৃদয় নিয়ে আমরা বৌদ্ধধর্মে আশ্রয় নিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে ধর্মের নামেই আমাদের ধর্ষণ করা হয়।

২৫ বছর আগেই এ বিষয়টি তার নজরে আসে বলে স্বীকার করেন দালাই লামা। এ ধরনের কাজ যারা করে, তারা বুদ্ধের দেয়া শিক্ষা গ্রহণ করতে পারেনি বলে জানান তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।