দেবী কুয়ান ইন চীনের দুর্গা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বের যে তিনটি দেশে এখনও কমিউনিজম টিকে আছে চীন তার শীর্ষে। কমিউনিস্টরা ধর্মে বিশ্বাস করেন না। ফলে স্বাভাবিকভাবেই সমাজতান্ত্রিক দেশ চীনে প্রকাশ্যে ধর্ম পালনের সুযোগ নেই বললেই চলে। অথচ সেই দেশেই বছরের পর বছর ধরে ১০০ হাতের এক দেবীমূর্তির পূজা করছেন ভক্তরা।

জানা গেছে চীনের ক্যান্টন শহরে এক বৌদ্ধ মন্দিরে বহুকাল ধরে দেবী কুয়ান ইনের পূজা করেন ভক্তরা। দেবী দুর্গার ১০ হাত থাকলেও কুয়ান ইনের হাত ১০০টি। প্রতিদিন হাজারে হাজার মানুষ সেখানে পূজা দিতে আসেন। ভক্তদের বিশ্বাস ওই ১০০ হাতে দেবী তাদের মনস্কামনা পূরণ করবেন।

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের বিশ্বাস কুয়ান ইন দেবী দুর্গারই আরেক প্রতিরূপ। বাংলায় যিনি কাত্যায়নী, কালিকা; একই দেবী ভিয়েতনামে কুয়ান আম, থাইল্যান্ডে কুয়ান ইম এবং কোরিয়ায় কুয়ান উম। তিনি ভালো সময়ের দেবী।

ইতিহাসবিদদের দাবি, অতীতে বহু ভারতীয় ব্যবসার জন্য চীন যেতেন। হিন্দুরা সঙ্গে নিয়ে যেতেন তাদের অধিষ্ঠাত্রী দেবীকে। এভাবেই চীনা সংস্কৃতিতে ঢুকে গেছেন দেবী দুর্গা।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।