সদস্য না হওয়ার অপরাধে অটোবাইক চালককে মারধর


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১১ আগস্ট ২০১৫

অটোবাইক চালককে মারধর করার প্রতিবাদে ঈশ্বরদীর সড়কপথে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার সাড়ে ৭শ অটোবাইক চালক তাদের যানবাহন চালানো বন্ধ রেখেছেন। এতে অসংখ্য যাত্রী অসুবিধার সম্মুখিন হয়েছেন। তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে পুলিশ প্রশাসনের কাছে বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

ঈশ্বরদী উপজেলা অটোবাইক চালক সমিতির সভাপতি মজিবর রহমান অভিযোগ করে জানান, কলেজ রোডের তথাকথিত মালিক সমিতির নামে সদস্য ফি হিসেবে প্রতি অটোবাইকের কাছে এককালীন ১৫৫০ টাকা করে নেয়া হয়। মূলত অটোবাইক চালক-মালিক একই ব্যক্তি। স্বল্প পুঁজি বিনিয়োগ করে একটি অটোবাইক থেকে আয় করে সংসার নির্বাহ করা হয়।

একটি অটোবাইক এর চালক শামিম বিশ্বাসকে কলেজ রোডের অফিসে সোমবার রাত ৯টায় ডেকে নিয়ে গিয়ে সদস্য না হওয়ার অপরাধে লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়। শামিম বিশ্বাস জানায়, এ সময় ইয়াবা ট্যাবলেট এনে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়। খবর পেয়ে ছলিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এসে তাকে উদ্ধার করে।

এদিকে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ অটোবাইক চালকরা পাবনা রোড ব্যারিকেড করে বিক্ষোভ প্রদর্শন করে এবং থানার অফিসার ইনচার্জকে আঘাতজনিত ক্ষতস্থান দেখিয়ে এর বিচার দাবি করেন।  আহত শামিম বিশ্বাসের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।