সুপার টাইফুন ‘ম্যাংখুটে’ বিধ্বস্ত ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে ফিলিপাইন। সুপার টাইফুন ম্যাংখুটে ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিসহ আঘাত হেনেছে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় শনিবার ভোরের আগে দেশটির লুজান দ্বীপে সুপার টাইফুন ‘ম্যাংখুটে’ আঘাত হানলে বাড়ি-ঘর ভেঙে পড়ে এবং বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রায় ৪০ লাখের বেশি মানুষ সুপার টাইফুন ম্যাংখুটের আঘাত হানার পথে রয়েছে। এর গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা সর্বোচ্চ ৩৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন এর ফলে দুর্বল অবকাঠামোগুলো খুব মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।

সুপার টাইফুন ম্যাংখুটে ফলে দেশটির কাগায়ান, উত্তর ইসাবেলা, আপায়াও এবং আব্রা প্রদেশে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ৪ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সর্বশেষ দেশটিতে ২০১৩ সালের মারাত্মক ঝড় সুপার টাইফুন হাইয়ান আঘাত হানে। ওই সময় ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়। সেময়ও ৪ নম্বর সতর্ক সংকেত জারি করেছিল দেশটি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।