সাপে ভয় পাওয়া মানুষ খুঁজছে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সাপ দেখে ভয় পান না এমন মানুষ খুব কমই আছেন। তবে সুইজারল্যান্ডে এর ব্যতিক্রম। সেখানে সাপ দেখে ভয় পান এমন মানুষই খুঁজে পাওয়া কঠিন। দেশটির বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাপ দেখে ভয় পান এমন মানুষ খুঁজছেন।

সাপের ভয় কমানোর ওপর গবেষণা চালাচ্ছেন সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সর্পভীতি কেন? তা জানতে ১৮ থেকে ২২ বছরের মধ্যে ৯০ জনকে এ পরীক্ষায় আনতে চান তারা। যারা অংশ নেবেন তাদের প্রত্যেককে ১২০ সুইস ফ্রাঙ্ক দেয়ার কথা বলা হয়। তবে কয়েক মাস বিজ্ঞাপন দিয়েও ৩০ জনের বেশি লোক খুঁজে পাননি।

এখন তারা নতুন উপায় বের করেছেন। বলা হচ্ছে, জ্যান্ত সাপের সঙ্গে অংশগ্রহণকারীদের জীবন্ত সংস্পর্শ। সুজারল্যান্ডের বাসেলের ট্রামে ট্রামে লাগানো হয়েছে এমন পোস্টার।

বাসেল বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ নিউরোসায়েন্সের নাতালি সিকটানজ জানিয়েছেন, সাপের ভয় মাকড়সার ভয়ের মতোই সাধারণ। তবে সুইজারল্যান্ডে সাপের বড় অভাব। এখানকার মানুষজন বলতে গেলে সাপ নিজের চোখে দেখেনি। তাই জ্যান্ত সাপ দেখে তারা বুঝতে পারছেন এটা কেমন এবং তারা ভয় পাচ্ছেন না।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।