ড্যান্সিং আঙ্কেলের নতুন ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

আসল নাম সঞ্জীব শ্রীবাস্তব। তবে নেট জগতে পরিচিত ‘ড্যান্সিং আঙ্কেল' হিসেবে। গত জুনে ড্যান্সিং সুপারস্টার গোবিন্দের গানে নেচে ভাইরাল হয়েছিলেন তিনি। এরপর হৃতিক রোশানের গানে নাচেন। সেই ভিডিওটিও ভাইরাল হয়।

এবার তিনি নাচলেন এক সময়ের সেনসেশন মিঠুন চক্রবর্তীর গানে। মিঠুন ও মান্দাকিনির ‘জিতে হ্যায় শান সে’ ছবির ‘জুলি জুলি’ গানে নাচেন সঞ্জীব। এ ছবিতে সঞ্জয় দত্ত ও গোবিন্দও ছিলেন।

এবারের ভিডিওটিতে সঞ্জীবের মুভগুলো ব্যাপক সাড়া ফেলেছে।

ইউটিউবে সঞ্জীবের চ্যানেলে গত ২৩ আগস্ট প্রকাশিত এ ভিডিওটি এরই মধ্যে ৫ লাখেরও বেশি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি। কমেন্ট প্রায় সাত হাজার।

একজন তাকে নিউক্লিয়ার পাওয়ার হাউসের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘প্রাণে ভরপুর৷’ আরেকজন লিখেছেন, ‘সুপার পারফরম্যান্স। ফ্লোর মাতিয়ে দিয়েছেন।'

আরেকজনের মন্তব্য, ‘ইস্ট অর ওয়েস্ট, আঙ্কল ইজ দ্য বেস্ট।’

এনডিএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।