পাঁচ মাসে দু’বার লটারি জিতে বদলে গেল জীবন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮

রাতারাতি কোটিপতি হওয়ার আশায় বহু মানুষ সপ্তাহের পর সপ্তাহ লটারির টিকেট কেনেন। কিন্তু সারাজীবনেও হয়তো তাদের সেই স্বপ্ন পূরণ হয় না।

কিন্তু মাত্র পাঁচ মাসের ব্যবধানে দু’বার লটারি জিতে কপাল খুলে গেছে কানাডার এক অভিবাসীর। এই ভাগ্যবানের নাম মেলহিগ মেলহিগ। বয়স ২৮ বছর। দু’টি লটারিতে তিনি জিতেছেন মোট ৩৫ লাখ কানাডিয়ান ডলার।

মেলহিগ এসেছেন আফ্রিকা থেকে। এখন থাকেন কানাডার উইনিপেগে। এই অর্থ পাওয়ার পর মেলহিগ এখন পড়াশোনায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, আমি এখনো তরুণ। কিভাবে আরও বড় হতে পারি, সেটা আমাদের ভাবা উচিৎ। গত এপ্রিলে প্রথম লটারি জেতেন মেলহিগ। সেবার পেয়েছিলেন পনের লাখ ডলার। সেই অর্থ দিয়ে তিনি একটি বাড়ি কেনেন। আগের ফ্ল্যাট ছেড়ে দিয়ে সেই বাড়িতে উঠেছেন।

তিনি বলেন, আমাদের সব কিছু এখন নতুন। বাড়ির সামনে পেছনে চমৎকার খোলা জায়গা। কাছেই ভালো স্কুল আছে। আমাদের বেশ ভালো লাগছে। গত আগষ্টেই মেলহিগের প্রতি ভাগ্য আবারও সুপ্রসন্ন হয়। এবার তিনি লটারিতে জেতেন বিশ লাখ ডলারের জ্যাকপট।

লটারিতে জেতা অর্থে নিজের ব্যবসা গড়ে তুলতে চান তিনি। তার ইচ্ছা একটি পেট্রোল স্টেশন বা কার ওয়াশ সেন্টার খোলা। এরপর তিনি লেখাপড়ায় ফিরে যেতে চান। তিনি বলেন, আমার ইচ্ছা স্কুলে ফিরে যাওয়া। আমি ভালো করে ইংরেজী শিখতে চাই। তারপর একটা ভালো কাজ শিখতে চাই। কাঠমিস্ত্রির কাজ বা এরকম কিছু।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।