প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন ইমরান খান। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুব শিগগিরই সৌদি আরব সফরে যাবেন ইমরান খান। তবে প্রধানমন্ত্রীর সৌদি সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এ সফরের প্রস্তুতির কাজ চলছে।

এ সফরে মক্কার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান, সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ইমরান। এছাড়াও সফরে ওমরাহ হজ পালন করার কথা রয়েছে পাক প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিপরিষদের সদস্যরা সৌদি আরব এবং পাকিস্তানের বিশেষ সম্পর্কের প্রশংসা করেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং উন্নয়নে দু'দেশের আগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া সৌদি মন্ত্রিপরিষদ পাকিস্তানের নবনিযুক্ত প্রেসিডেন্ট আরিফ আলভিকে অভিনন্দন জানায়।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।