প্রাণ ফ্রুটোর সহযোগিতায় বাচিক উৎসব
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি প্রাণ-আরএফএল গ্রুপের ‘প্রাণ ফ্রুটোর’ সহযোগিতায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপি ভারত-বাংলাদেশ বাচিক উৎসব।
সোমবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার উপস্থিত হওয়ার পর ‘বাংলা, ককবরক, চাকমা, মগ ও মণিপুরী ভাষার বাচিক শিল্পীদের সমবেত আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপি বাচিক উৎসবের আনুষ্ঠানিকতা।
আবৃত্তি পরিবেশনের পর একে একে মঞ্চে আসন গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার, রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী শ্রী ভানুলাল সাহা, ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর, ভারতীয় সংস্থা ওএনজিসি’র এ্যাসেট ম্যানেজার শ্রী এসসি সোনি ও আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল জিৎ সিনহা।
এরপর মূখ্যমন্ত্রী মানিক সরকার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ আয়োজিত ভারত বাংলাদেশ বাচিক উৎসবের উদ্বোধন করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তৃতা শেষে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানের বিশিষ্ট বাচিক শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি পরিবেশিত হয়। উৎসবে বাংলাদেশের পক্ষে ঢাকার বিশিষ্ট বাচিক লায়লা আফরোজ, চট্টগ্রামের রাশেদ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার মো. মনির হোসেন, রোকেয়া দস্তগীর ও বাসির দুলাল অংশ নেন। ভারতের পক্ষে আসামের শিলচর ও ত্রিপুরার বাচিক শিল্পীরা অংশ নেন।
উৎসবে দুই বাংলার বিশিষ্ট বাচিক শিল্পীরা তাদের মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান জুড়ে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃৃন্দের হাতে প্রাণের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের ত্রিপুরা রাজ্যের এক্সপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।
দুই বাংলার এ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন প্রাণ-আরএফএল গ্রুপের ত্রিপুরা রাজ্যের এক্সপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রাণ-আরএফএল গ্রুপ সব সময় ভালো কাজগুলোর সঙ্গে যুক্ত থাকে। এরই ধারাবাহিকতায় দুই বাংলার এই বাচিক উৎসবে ‘প্রাণ ফ্রুটোর’ যুক্ত হওয়া।
অনুষ্ঠানে জাহিদুল ইসলাম ছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল গ্রুপের ত্রিপুরা রাজ্যের মার্কেটিং বিভাগের এ্যাসিস্টেন্ট ম্যানেজার অভিজিৎ আচার্য, ম্যার্কেটিং এক্সিকিউটিভ বিশ্বজিৎ পাল ও গৌতম চক্রবর্তী।
এসএস/এমআরআই