কুকুরের মাংস না খাওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দাদের কুকুরের মাংস না খাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা বলেছেন, কুকুরের মাংস খেলে জলাতঙ্কের মতো রোগ ছড়ানো ছাড়াও শহরটির সুনাম খুণ্ন হতে পারে।

দ্য হ্যানয় পিপলস কমিটি বলছে, সভ্য এবং আধুনিক রাজধানী হিসেবে কুকুরের মাংস খাওয়ার অভ্যাস শহরটিকে কলঙ্কিত করতে পারে। এই মাংস জলাতঙ্ক এবং লেপটোসপাইরোসিসের মতো ক্ষতিকারক রোগ ছড়াবে।

দেশটির রাজধানী হ্যানয়ে এখনো এক হাজারের বেশি দোকানে কুকুর এবং বিড়ালের মাংস বিক্রি করা হয়।

এছাড়াও হ্যানয়ের বাসিন্দাদের বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। যদিও বিড়ালের সংখ্যা কম তারপরও মাংস পাওয়া যায় শহরটিতে। কমিটি বলছে, অনেক প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে শহরে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এখনো ৪ লাখ ৯০ হাজারের মতো কুকুর এবং বিড়াল রয়েছে। যার অধিকাংশই পোষ্য।

সূত্র : বিবিসি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।