প্যারিসে ৮ কোটি টাকার অলঙ্কার খোয়ালেন সৌদি প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরতে গিয়ে হোটেলে উঠে সৌদি আরবের এক যুবরাজ খোয়ালেন ৭ কোটি ৮০ লাখ টাকা মূল্যের মূল্যবান অলঙ্কার সামগ্রী। পাশাপাশি কয়েক হাজার ইউরো নিয়ে গেছে এক চোর।

প্যারিসের বিলাসবহুল রিজ হোটেল থেকে সৌদি রাজ পরিবারের ওই সদস্যের মূল্যবান এসব সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, প্যারিসের পাঁচ তারকা ওই হোটেলে চলতি বছরে এ নিয়ে দু'বার অলঙ্কার চুরির ঘটনা ঘটলো। হোটেল থেকে সৌদি রাজ পরিবারের সদস্যের অলঙ্কার চুরি গেছে গত শুক্রবার প্যারিসের স্থানীয় সময় বিকেলে।

আরও পড়ুন : বন্যার্তদের পিঠে চড়িয়ে ১০ লাখ টাকার গাড়ি পেলেন তিনি (ভিডিও)

ফ্রান্স ইনফো রেডিও এক প্রতিবেদনে বলছে, চুরি যাওয়া অলঙ্কারের মূল্য ৯ লাখ ৩০ হাজার ডলার (বাংলাদেশি প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা) নিরাপদ ছিল না এবং হোটেল কক্ষে জোরপূর্বক ঢুকে অলঙ্কার ও অর্থ লুটের কোনো আলামত পায়নি কর্তৃপক্ষ।

ফ্রান্স ইনফো বলছে, হোটেলের একটি স্যুটে অবস্থান করছিলেন সৌদি ওই যুবরাজ। এ ঘটনায় ফ্রান্সের অ্যান্টি অর্গানাইজড ক্রাইম ব্রিগেড তদন্ত শুরু করেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।