এবার বরিশালের মুক্তমনা ৬ লেখককে হুমকি


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১১ আগস্ট ২০১৫

বরিশালের ছয় মুক্তমনা লেখককে `আনসার বিডি` নামের একটি ফেসবুক পেজ থেকে তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়া হলো। আনসার বিডির পেজে আগাম বার্তায় তাদের বিভাগীয় পর্যায়ে কাজ শুরুর বিষয়টিও নিশ্চিত করা হয়।

হুমকিপ্রাপ্তরা হলেন, কবি হেনরি স্বপন, তুহিন, কবি মেহেদি হাসান, ব্লগার সংগঠক নজরুল, চারু তুহিন, প্রিতম চৌধুরী।

এ বিষয়ে কবি মেহেদী হাসান জাকগো নিউজকে জানান, তারা আমাদের হুমকি দিয়ে লিখেছেন- ইনশাল্লাহ, আমরা বরিশালে কার্যক্রম শুরু করেছি। এই ৩ ব্লগার ও ৩ কবিকে ইসলাম বিরোধী শত্রু আখ্যায়িত করে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো।  

এ বিষয়ে বরিশাল পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জাগো নিউজকে জানান, বিষয়টি তিনি জেনেছেন। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এমনকি তাদেরকে কেউ অনুসরণ করছেন কি না বা অন্যকোনো মাধ্যমে হুমকি আসছে কি না সেসব বিষয়ও জানাতে বলেছি।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।