প্যারিসে ছুরিকাঘাতে আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি এবং লোহার রড নিয়ে হামলার ঘটনায় সাতজন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দু'জন ব্রিটিশ নাগরিক। খবর বিবিসির।

এ ঘটনায় সন্দেহভাজন এক আফগান নাগরিককে আটক করা হয়েছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা এ ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যায়নি।

সোমবার স্থানীয় সময় রাত ১১ টায় প্যারিসের উত্তর পূর্বাঞ্চলীয় অ্যারোনডিসেমেন্ট পৌর এলাকার একটি ক্যানেলের কাছে হামলা চালানো হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ওই আফগান নাগরিক হঠাৎ করেই এমকে২ সিনেমা হলের পাশে দু'জন পুরুষ ও একজন নারীর ওপর হামলা চালায়। আশেপাশে খেলতে আসা মানুষজন ওই হামলাকারীকে থামানোর জন্য বল ছুড়তে থাকেন। কিন্তু হামলাকারী পরে আরো দু'জন ব্রিটিশ পর্যটকের ওপর হামলা করে পালিয়ে যায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, আমরা জরুরি ভিত্তিতে এ ঘটনার তদন্ত করব এবং ফ্রান্স কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

ফ্রান্স পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা এ বিষয়ে এখনি কোন প্রমাণ পাওয়া যায়নি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।