বঙ্গবন্ধু হত্যার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত


প্রকাশিত: ০৭:১২ এএম, ১১ আগস্ট ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে শুধু দেশের কুলাঙ্গারই নয় আন্তর্জাতিক চক্রও জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের বিচার হয়েছে এবং হবে কিন্তু যারা দেশে বিদেশ থেকে এই হত্যাকাণ্ডের কলকাঠি নেড়েছে তারা আজো ধরা ছোঁয়ার বাহিরে। এখন সময় এসেছে এদের চিহ্নিত করে তাদের আসল চেহারা জাতির কাছে উন্মোচিত করার।

মোজাম্মেল হক বলেন, ‘আমেরিকা সহ-পৃথিবীর অনেক দেশে রাষ্ট্র নায়কদেরকে হত্যা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সকল হত্যার চেয়ে আলাদা কারণ সে দিন শুধু তাকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিলো তার  পুরো পরিবারকে।  খুনিরা সে দিন বুঝতে পেরেছিল তার রক্তের ছিটেফুটা বেছে থাকলে এর জবাব তাদেরকে একদিন দিতেই হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত এবং খালেদা জিয়া, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত তা বাংলার সকল মানুষ জানে।

আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,সহ-সভাপতি সামসুল কুতুব, সংগঠনের উপদেষ্টা মেজর (অব) জিয়াউদ্দীন আহমেদ মহাসচিব নাজমুল হাসান পাখী,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

আএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।