মোটর সাইকেল চালানো অবস্থায় ফেসবুক লাইভ, দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

হেলমেট ছাড়াই মহাসড়কে মোটর সাইকেল চালানো অবস্থায় ফেসবুক লাইভ করতে গিয়ে লরির চাপায় নিহত হয়েছে এক কিশোর, গুরুতর আহত হয়েছে তার সঙ্গী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাতে ধুলিয়ানের বাসিন্দা প্রিন্স জিশেন ও তার বন্ধু ৩৪ নম্বর জাতীয় সড়কে মোটর সাইকেল চালানোর সময় ফেসবুক লাইভ করছিল। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। পরে তারা একটি রেস্তোরাঁয় খাওয়ার সময়ও চলছিল ফেসবুক লাইভ। খাওয়া শেষে ওই অবস্থাতেই আবারও মহাসড়কে মোটর সাইকেল চালাতে শুরু করে তারা। এরই কিছুক্ষণ পর ডাকবাংলো মোড়ের কাছে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিকে থেকে একটি লরি চলে আসে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিশেনের।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।