সহজ গ্রুপে বাংলাদেশ


প্রকাশিত: ০৬:১৬ এএম, ১১ আগস্ট ২০১৫

সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তবে গ্রুপ ‘এ’ তে স্বাগতিক নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এছাড়া এই গ্রুপের অপর দলটি ভুটান। গ্রুপ ‘বি’ তে রয়েছে ভারত, মালদ্বীপ এবং আফগানিস্তান।

সোমবার নেপালের এএনএফএ কমপ্লেক্সে এই ড্র অনুষ্ঠিত হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামি ২০ আগস্ট এই টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে ভুটানের মোকাবেলা করবে স্বাগতিক নেপাল।

২২ আগস্ট ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ আগস্ট নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগাররা শ্রীলংকা এবং পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।

আরটি/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।