হেলমেট পরে রোগী দেখলেন চিকিৎসকরা

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

হাসপাতাল বিপজ্জনক তাই হেলমেট পরে হাসপাতালে এলেন চিকিৎসকেরা। সারাদিন রোগীও দেখলেন হেলমেট পরেই। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ অভিনব পন্থা বেছে নেন জুনিয়র চিকিৎসকরা।

সূত্র জানায়, কয়েকদিন আগে সরকারি এই হাসপাতালের ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছিল। এরপর হাসপাতালের ওই ভবনকে বিপজ্জনক ঘোষণা করা হয়। অভিযোগ, তারপরও সংস্কার কাজের কোনো উদ্যোগ নেয়া হয়নি। চিকিৎসকদের তরফ থেকে বেশ কয়েকবার এই বিষয়ে অনুরোধ করা হলেও বিষয়টিতে কান দেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ অবস্থায় ঝুঁকি নিয়ে ওই বিপজ্জনক ভবনেই রোগী দেখতে বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। তবে নতুন ভবন তৈরির কাজ কবে শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। অবশেষে বাধ্য হয়েই প্রতিবাদ জানাতে হেলমেট পরে রোগী দেখেন চিকিৎসকরা।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।