আফগানিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক সফর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

আকস্মিক সফরে শুক্রবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আফগানিস্তানে ন্যাটো বাহনীর নতুন কমান্ডার জেনারেল স্কট মিলারের সয্গে সাক্ষাত করবেন তিনি। এ বৈঠকে তিনি তালেবানের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন। নিরাপত্তা ঘাঁটতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই আফগানিস্তানে পা রাখলেন ম্যাটিস।

চলতি বছর জঙ্গিগোষ্ঠী তালেবানদের ওপর চাপ বৃদ্ধি করতে আফগানিস্তানে আরো বেশি বিমান হামলা চালানো এবং আফগান সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আরো কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানকে আরো নিরাপদ ও স্থিতিশীল করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ সফরে ম্যাটিসের সঙ্গে আছেন দেশটির জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। আফগানিস্তানে তালেবান জঙ্গিদের দমনে মার্কিন কৌশল নিয়ে প্রশ্ন ওঠার পর গত ২ সেপ্টেম্বর আফগানিস্তানে ন্যাটো বাহিনীর নতুন প্রধান হিসেব নিয়োগ পান মার্কিন সেনাবাহিনীর জেনারেল স্কট মিলার।

চলতি সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যাটিস বলেন, তালেবানদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।