সেলফি তুলতে গিয়ে ৮২০ ফুট নিচে পড়ে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিতি ন্যাশনাল পার্কে সেলফি তোলার সময় পড়ে গিয়ে ইসরায়েলের এক কিশোর নিহত হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমে দেওয়া নিহত কিশোরের মায়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায় দুই মাসের ভ্রমণে যুক্তরাষ্ট্র গিয়েছিল টমার ফকনার নামের ১৮ বছর বয়সী ওই কিশোর।

কিশোরের মা বলেন, সেলফি তোলার সময় ৮২০ ফুট নিচুতে পড়ে তার ছেলের মৃত্যু হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানেয়েছে, সমাহিত করার জন্য ওই কিশোরের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

চলতি বছরের জুনে দুইজন পর্বতারোহী ইয়োসেমিতির গ্রানাইট শিলা গঠিত এল ক্যাপিটানে ওঠার সময় নিহত হয়। এছাড়াও মে মাসে এক পর্বতারোহী ইয়োসেমিতি উপত্যকার হাফ ডোম চূড়ায় ওঠার সময় এবং গত সেপ্টেম্বরে এল ক্যাপিটানে শিলাখন্ড পড়ে এক ব্রিটিশ নাগরিক নিহত হয়।

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া মারাত্মক দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর খুব সম্প্রতি ইয়োসেমিতি ন্যাশনাল পার্ক পুণরায় উন্মুক্ত করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।