ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে গর্ডন ঝড়ের আঘাতে লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ন্যাশনাল হারিকেইন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, গর্ডনের কারণে আলাবামা-মিসিসিপি সীমান্তে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ঘন্টায় ১৪ মাইল বেগে ঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

গর্ডনের কারণে ‘প্রাণহানী’ হওয়ার মতো জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে এনএইচসি। বুধবার ঝড়টি দ্রুত দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে এনএইচসির পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার উপকূলের কাছাকাছি আসার সময় শক্তিশালী আকার ধারণ করে গর্ডন। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।