নিরাপত্তা পরিষদে ইরানকে নতুন করে চাপ প্রয়োগের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি মাসের শেষের দিকে সভা করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে মার্কিন দূত নিক্কি হ্যালি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্র চলতি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। নিক্কি হ্যালি বলেন, নিরাপত্তা পরিষদের শর্ত লঙ্ঘন করার অভিযোগে তেহরানকে নতুন করে চাপ প্রয়োগের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের নিক্কি হ্যালি বলেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন ইরান আন্তর্জাতিক নির্দেশ মেনে চলছে। ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে খুবই কঠোর। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ইরান সন্ত্রাসবাদকে কিভাবে সমর্থন করে যাচ্ছে। তারা যে ক্ষেপণাস্ত্র পরিক্ষা চালাচ্ছে সেটা নিয়মিতই চলছে।

এছাড়া তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করছে। এগুলো নিরাপত্তা পরিষদের শর্তের স্পষ্ট লঙ্ঘন। এগুলোর প্রত্যেকটিই ওই অঞ্চলের জন্য হুমকি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এটা নিয়ে আলোচনা করা দরকার।

ওয়াশিংটন ইরানের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এই বছরের ৭ আগস্ট ইরানের ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ৫ নভেম্বরের মধ্যে ইরানের তেল রপ্তানী সাময়িক বন্ধ করার ঘোষণা দিয়েছে।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং বিশ্বের অন্য ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প বলেন এই চুক্তির কারণে পারমাণবিক অস্ত্র ইস্যুতে তেহরানের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে পারছে না। ওই ঘোষণার পর এবার নিরাপত্তা পরিষদে ইরান ইস্যুতে সভা করার ঘোষণা দিলো ওয়াশিংটন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।