ভারতে ভেঙে পড়ল উড়ালসেতু, বহু হতাহতের আশঙ্কা

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গে মাঝেরহাটে ভেঙে পড়ল মাঝেরহাট উড়ালসেতুর একাংশ। আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টা নাগাদ সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুর উপর একাধিক গাড়ি ও বাস ছিল। বহু হতাহতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ কলকাতার সঙ্গে বজবজের যোগাযোগ তৈরি করে এই উড়ালসেতু।

এলাকার বাসিন্দারা বলছেন, যে সময় সেতুটি ভেঙে পড়ে তার নিচে অনেক নির্মাণ শ্রমিক ছিলেন। অন্তত ছয়জনের আহত হওয়ার খবর এসেছে ইতোমধ্যে। সেতুর নিচে অনেকে চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে অনেকেই গুরুতর জখম। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবেলা বাহিনী। উদ্ধারকাজ শুরু হয়েছে।

এই সেতুর নিচ দিয়েই গেছে বজবজ শাখার রেললাইন। দূরে একটি ট্রেন ছিল। সেটি সেতুর নিচ দিয়ে যাওয়ার আগেই সেতুটি ভেঙে পড়ে। ট্রেনটি সেতুর নিচে থাকলে আরও বড় বিপদ হতো। এই দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ রয়েছে বজবজ শাখার ট্রেন চলাচল।

ঘটনাস্থলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সকাল থেকেই শহরজুড়ে বৃষ্টি হচ্ছিল। সে কারণে এই সেতু ভেঙে পড়েছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুই বছর আগে পোস্তাতেও নির্মীয়মাণ একটি উড়াল সেতু ভেঙে পড়েছিল। সেই ঘটনায় একাধিক লোকের মৃত্যু হয়।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।