ভারত-বাংলাদেশ সীমান্তে ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

ভারতের ত্রিপুরা এলাকায় বাংলাদেশ সীমান্ত থেকে ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী -বিএসএফ। সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিষ্ণু এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি।

ব্যাটালিয়নের কমান্ডার এসআর বরুয়া জানান, প্যাকেটের মধ্যে মোট ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল। যার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এসব ট্যাবলেট মূলত থাইল্যান্ডে তৈরি হয়েছে। মিয়ানমারের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো চোরাচালানকারীর মাধ্যমে ভারতে আসে।

তিনি আরও জানান, ট্যাবলেটগুলো বাংলাদেশে পাচারের জন্য সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে রাখা হয়েছিল। সেখান থেকে বিএসএফ’র ১৬৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ট্যাবলেটগুলো উদ্ধার করে।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।